Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী
ইউনিয়ন পরিষদের কার্যাবলী ১। বাধ্যতা মূলক ১০টি কাজ। ২। ঐচ্ছিক ৩৮টি কাজ। ৩। সরকারী আদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করা হয়ে থাকে। খ) ঐচ্ছিক কাযাবলীঃ 1. রাস্তাঘাটের ব্যবস্থা ও রক্ষাণাবেক্ষণ করা 2.সরকারী স্থান উম্নুক্ত যায়গা উদ্যান ও খেলার মাঠ এর ব্যবস্থা ও রক্ষাণাবেক্ষন করা। 3.রাস্তাঘাট ও সরকারী স্থানে আলোর ব্যবস্থা করা। 4.সাধারণ ভাবে গাছ লাগানো ও সংরক্ষণ করা এবং বিশেষ করে রাস্তার পাশে সরকারী জায়গায় গাছগাগানো ও সংরক্ষণ করা। 5.কবর স্থান ও শ্মশান ঘাট, জনসাধারণের সভার স্থান ও জন সাধারণের অন্যান্য সম্পির রক্ষাণাবেক্ষণ ও পরিচালনা করা। 6.পরযটকদের থাকার ব্যবস্থা ও সংরক্ষণ করা। 7.রাস্তা ঘাট এবং সরকারী স্থান নিয়ন্ত্রন ও অনাধীকার প্রবেশ রোধ করণ। 8.ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী বন ইত্যাদি তত্ত্বাবধায়ন স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধান এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা। 9.গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করণ। 10. অপারাধ মূলক ও বিপদ জনক ব্যবসা নিয়ন্ত্রন করণ। 11. রাস্তাঘাট ও সরাকরী স্থানে অসামাজিক কার্যকলাপ, উপদ্রব ইত্যাদি নিয়ন্ত্রন বা প্রশমিত করা। 12. মৃত পশুর দেহ অপসরণ ও নিয়ন্ত্রন করণ। 13. পশু জাবাই নিয়ন্ত্রণ করণ। 14. ইউনিয়ন দালান নির্মান ও পুনঃনির্মাণ নিয়ন্ত্রণ করণ। 15. বিপদ জনক দালান ও কাঠামো নিয়ন্ত্রণ করণ। 16. নণকূপ জলাধার, পুকুর এবং পানি সর্বরাহের অন্যান্য কাজের ব্যবস্থ করণ ও সংরক্ষণ। 17. খাবার পানি উৎস দুষিত করণ রোধে ব্যবস্থা গ্রহণ। 18. জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে পানি ব্যবহার নিষিদ্ধ করা। 19. খাবার পানির জন্য সংরক্ষিত বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকট বর্তীর স্থানে গোসল কাপড় কাচা বা পশুর গোসল নিষিদ্ধ বা নিন্ত্রন করা। 20. পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকট বর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ বিজানো নিষিদ্ধ করা। 21. আবাসিক এলাকার মধ্যে চামড়ার রংকরা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। 22. আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। 23. আবাষিক এলাকায় ইটের বাটা মাটির পাত্র বা অন্যান্য চুর্লি নির্মন নিষিদ্দ বা নিয়ন্ত্রণ করা। 24. গৃহ পালিত পশু বা অন্যান্য পশু বিক্রের তালিকা ভোক্তি করণ। 25. মেলা ওপ্রদর্শনীয় আয়োজন করা। 26. জনসাধারণের উৎসব পালনের ব্যবস্থা করা। 27. অগ্নি বন্য শিলা বৃষ্টি সহ ঝড় ভূমি কম্প বা অন্যান্য প্রকৃতিক দূর্যোগের উদ্ধার ত্তপরতার ব্যবস্থাকরা। 28. বিধবা, এতিম, গরীব, ও দূস্ত ব্যাক্তিদের সহায্য করা। 29. খেলা-ধুলার উন্নতি সাধন করা। 30. শিল্প ওসামাজিক উয়ন্ন সমবায় আন্দোলন ও গ্রামিন শিল্পের উন্নয়ন সাধন ও উৎসাহদান। 31. বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করা। 32. পরিবেশ ব্যবস্থাপনার কাজ। 33. গবাদি পশুর খোরাক ও নিয়ন্ত্র ও রক্ষাণাবেক্ষনের ব্যবস্থা করা। 34. প্রথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা। 35. গ্রন্থাগার পাঠাগারের ব্যবস্থা করা। 36. ইউনিয় পরিষেদ মত সমৃদ্ধ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থাকে সহযোগিতা প্রদান করা। 37. জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে শিক্ষার উন্নয়নের সাহায্য করা। 38. ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শন কারীদের নিরাপত্তা আরাম আয়েস বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও পুলিশ নিরাপত্তা রাজস্ব ও প্রশাসন উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ এবং বিচার সংক্রান্ত কার্যাবলী নির্ধারীত আছে।