Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 

বিসমিল্লাহিররাহমানিররাহীম

৬নংহাতীবান্ধাইউনিয়নপরিষদকার্যালয়

ডাকঘরঃ ঘাগড়া লস্কর

উপজেলাঃ ঝিনাইগাতী, জেলাঃ শেরপুর।

 

 

পঞ্চবার্ষীকি পরিকল্পনা,

অর্থ বৎসর২০১৪-২০১৫ ইং

প্রকল্প সমুহের নামঃ

 

 

   ১। হাতীবান্ধা ইউনিয়নের নতুন জামে মসজিদ থেকে হাতীবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান।

   ২। হাতীবান্ধা ইউনিয়নের ঈদ গাহ মাঠ থেকে রাজু স্যারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

   ৩। হাতীবান্ধা ইউনিয়নের সোবাহানের বাড়ী থেকে হাতীবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়ন।

   ৪। হাতীবান্ধা ইউনিয়নের মারুয়া পাড়া বটতলি থেকে হাসলি গাঁও ব্রীজ পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান।

 

   ৫। হাতীবান্ধা ইউনিয়নের মারুয়া জামে মসজিদ হইতে বটতলি পর্যন্ত রাস্তা নির্মান।

  ৬। হাতীবান্ধা ইউনিয়নের কাজীর বাড়ী হইতে সুতার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান।

  ৭। হাতীবান্ধা ইউনিয়নের মাস্টার বাড়ী হইতে প্রধান বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান।

  ৮।হাতীবান্ধা ইউনিয়নের প্রধান পাড়া জামে মসজিদ উন্নয়ন।

  ৯। হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আসবাব পত্র ক্রয়।

  ১০। হাতীবান্ধা ইউনিয়নের গরীব ছাত্রদের মাঝে বিনামুল্যে শীত বস্ত্র বিতরন।

  ১১। হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া প্রধান পাড়া হাফেজিয়া নুরানী মাদ্রাসার উন্নয়ন।

  ১২। হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন রাস্তার ভাংতিতে রিং কাল্ভার্ট স্থাপন।

  ১৩। হাতীবান্ধা ইউনিয়নের রফিকুলের বাড়ীর সামনের খালের পানি নিস্কাশনের জন্য বক্স কাল্ভার্ট নির্মান।

  ১৪। হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন স্থানেনলকুপ স্থাপন।

 

 

                                                                                    মোঃ নাছির উদ্দিন

                                                                                        চেয়ারম্যান

                                                                           ৬নং হাতীবান্ধা ইউনিয়ন পরিষদ

                                                                              ঝিনাইগাতী - শেরপুর।