Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

৩৫২। ইউনিয়ন পরিষদের কাঠামোঃ-

 

পরিষদঃ

চেয়ারম্যানঃ  ১

সদস্যঃ  ৯

মাহিলা সদস্যঃ ৩

প্রতিটি ইউনিয়ন ৯টি ইউনিয়নে বিভক্ত।

ক। একজন চেয়ারম্যান ইউনিয়ন বাসীর ভোটারদের প্রত্যক্ষ

ভোটে নির্বাচিত।

খ। প্রতিটি ওয়াড হতে এক জন সংশ্লিষ্ট ওয়াডের ভোটার

দ্ধারা নিবাচিত।

ঘ। প্রতি তিনটি ওয়াড হতে এক জন মহিলা সদস্য ভোটারদের

 সরাসরি ভোটে নিরবাচিত।

    নিবাচিতদের মেয়াদ পাঁচ বছর।

 

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিযুক্ত একজন সচিব ইউনিয়ন পরিষদের কাজে সহায়তা করেন।

 

 

 

-   পৌর কাযাবলী

-   পুলিশ ও নিরাপত্তা

-   রাজস্ব ও প্রশাসন

-   উন্নয়ন ও দরিদ্র দূরীকরণ

-   বিচার

৩৫৩। ইউনিয়ন পরিষদের কাযাবলীঃ

 

 

 
 

 

 

 

 

 

 

 

পৌর কাযাবলীর  আওতায় ইউনিয়ন পরিষদের ১০টি বধ্যতা মূলক ও ৩৮টি ঐচ্ছিক দায়িত্ব ও কতব্য আছে।

ক। বাধ্যতামূলক কাযাবলী:

    ১। আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।

    ২। অপরাধ, বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।

    ৩। জনগণের অথ নৈতিক ও সামাজিক উন্নতি কম্পে কৃষি, বন, বৃক্ষরোপন, মৎসও পশু সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, যোগাযোগ, সেচ ও বন্যানিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা।

    ৪। পরিবার পরিকল্পনা কাযক্রমের প্রসার ঘটানো।

৫। স্থানীয় সম্পদেরউন্নয়নঘটানোএবংতারব্যবহারনিশ্চিতকরা।

৬।জনগণেরসম্পত্তিযথাঃ  রাস্তা, ব্রীজ, কালভাট, বাধ, খাল, বিদ্যুৎলাইন,

   সরকারীসম্পত্তিইত্যাদিসংরক্ষণওরক্ষাণওরক্ষণাবেক্ষনকরা।

৭।ইউনিয়নপরযায়েসকলসংস্থারউন্নয়নকাকাডাবলীপযালোচনাকরাএবংউপজেরা

   নিবাহীকমকতারনিকটএবিষয়েসুপারিশপেশকরা।

৮।স্বাস্থ্যসম্মতপায়খানস্থাপনওব্যবহারেজনগণকেউদ্ধুদ্ধকরাএবংএবিষয়েপ্রচারণা

   চালানো।

৯।জন্ম- কমৃত্য, বিবাহ, অন্ধ, ভিক্ষুক, ওদুস্থদেরনিবন্ধনকরা।

১০।সবধরণেরশুমারিপরিপরিচালনাকরা।

 

 

খ। ঐচ্ছিক কাযাবলীঃ

১। রাস্তাঘাটের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষন করা।

২। সরকারী স্থান উম্মুক্ত যায়গা উদ্যান।