শিরোনাম
ঘাগড়া দরগাহ পাড়া বুড়া পীর সাহেবের মাজার।
স্থান
ঘাগড়া দরগাহ পাড়া, পোঃ ঘাগড়া লস্কর, ইউনিয়নঃ ৬নং হাতীবান্ধা, উপজেলাঃ ঝিনাইগাতী, জেলাঃ শেরপুর।
কিভাবে যাওয়া যায়
ঘাগড়া দরগাহ পাড়া, রুড়া পীর সাহেবের মাজার। ঘাগড়া তেতুল তলা বাজার থেকে পশ্চিম দিকে পাইকূড়া রাস্তার ধারে উক্ত মাজার। ঘাগড়া দরগাহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলঘ্ন।
বিস্তারিত জানতে-০১৯৪৯১৮১৫৩৬
বিস্তারিত
প্রায় দুই শত আগে নির্মিত এই মাজার, মাজারে একটা বিশাল বড় বট গাছ আছে, একটি পুকুর আছে প্রায় ৭০শতাংশ জমি।
বর্তমান মাজার কমিটির সভাপতি মোঃ নূরল আমীন
সেক্রেটারীঃ মোঃ ফকির মিয়া।